সাভারে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০১:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 107
ঢাকার সাভারে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উথুলি এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে মোঃ সোহরাব (৪১) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার শান্তিনগর হারবাং এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (২৪)।
জালাল উদ্দিন জানান, শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেডিও কলোনি এলাকায় অভিযান চালানো হয়। তথ্য ছিল, দু’জন ব্যক্তি সেখানে ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে হাসান ও সোহরাবকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



































