শিরোনাম
ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
- সর্বশেষ আপডেট ১২:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 69
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়কে হাঁটার সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সাহিদা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। সাহিদা এ বছর ভাঙ্গা মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পাস করেছিলেন। তিনি আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের শাহাদাত শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাহিদা রাস্তায় হাঁটার সময় ঢাকা-খুলনাগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হওয়ায় পরে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


































