ড. খলিলুরের সঙ্গে ট্রেসি জ্যাকবসনের গুরুত্বপূর্ণ বৈঠক
- সর্বশেষ আপডেট ১২:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 72
অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মিন্টো রোডের সরকারি বাসভবন ৩৩ নম্বরে এই বৈঠক হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সেগুলোর মধ্যে রয়েছে; ড. খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফর ও সফরসংক্রান্ত আলোচ্য বিষয়গুলো, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সার্বিক পরিস্থিতি, ভারতে অবস্থানরত আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
এ ছাড়া বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব শক্তিশালীকরণ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা চলে।
চলতি বছরে একাধিকবার সরকারি সফরে ওয়াশিংটন গেছেন ড. খলিলুর রহমান। সেখানে তাঁর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতেও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এসব বৈঠকের আলোচ্য বিষয় কখনোই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
































