শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা
- সর্বশেষ আপডেট ০৬:২৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 111
বাউল আবুল সরকারের মুক্তি দাবি এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে আয়োজিত ‘গানের আর্তনাদ’ কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আয়োজকরা দাবি করেন, জুলাই মঞ্চের কয়েকজন কর্মী হঠাৎ এসে অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ অনুযায়ী, উসমান হাদীর নেতৃত্বাধীন ‘কনসার্ট ফর ঢাকা’র কিছু স্বেচ্ছাসেবকও এই হামলায় যুক্ত ছিল।
বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, “জুলাই মঞ্চের লোকজন আগেই বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল। তারা আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে এবং পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ অনুষ্ঠানে আক্রমণ চালায়।”
অনুষ্ঠানে অংশ নেওয়া মিশকাত তানিশা জানান, হামলাকারীদের একজন তাকে জুতা তুলে মারার হুমকি দেন।
এর আগে একই দিনে শাহবাগেই জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি’ দাবিতে সমাবেশ করে জুলাই মঞ্চ। তাদের পক্ষ থেকে বলা হয়, বাউলদের পক্ষে আন্দোলনকারীরা “ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিচ্ছে”—এই অভিযোগ তুলেই তারা প্রতিবাদ জানাতে যায়।
জুলাই মঞ্চের পক্ষের এক অংশগ্রহণকারী মাসুম বিল্লাহ দাবি করেন, “আমরা তাদের অনুরোধ করেছিলাম যেন ধর্ম অবমাননাকারীদের সমর্থনে অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা মানেনি।”
অপরদিকে ‘গানের আর্তনাদ’–এর আয়োজকদের অভিযোগ, জুলাই মঞ্চের কর্মীরা এসে “ব্যাকড্রপ ভাঙচুর করে এবং মাইকে চিৎকার করে আবুল সরকারের নাম বাদ দেওয়ার চাপ দেয়।”
আয়োজকদের সদস্য মার্জিয়া প্রভা বলেন, “তারা মব হামলা করে অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের বন্ধুরা প্রতিহত করায় কর্মসূচি চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের মধ্য দিয়ে সারাদেশে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ এবং আবুল সরকারের মুক্তির দাবি জানানো হবে।
































