ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে প্রকাশ্যে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 65

মঞ্জুরুল আলম পান্না

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার সকাল ১১টা ১৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। একটি পোস্টে তিনি লিখেছেন, “প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হচ্ছে।”

এর আগে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১২ নভেম্বর সাংবাদিক মঞ্জুরুল আলম জামিনে মুক্তি পেয়েছিলেন।

এরও আগে, ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই দিন সকালে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা অংশ নেন।

আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন শেখ হাফিজুর রহমান। এরপর মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে। তারা বিভিন্ন স্লোগান দেয় এবং গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের একটি দল এসে আবদুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান, মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে পুলিশের কাছে তুলে দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে প্রকাশ্যে হত্যার হুমকি

সর্বশেষ আপডেট ০৩:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার সকাল ১১টা ১৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। একটি পোস্টে তিনি লিখেছেন, “প্রকাশ্যে হত্যার হুমকি দেয়া হচ্ছে।”

এর আগে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১২ নভেম্বর সাংবাদিক মঞ্জুরুল আলম জামিনে মুক্তি পেয়েছিলেন।

এরও আগে, ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই দিন সকালে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা অংশ নেন।

আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন শেখ হাফিজুর রহমান। এরপর মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে। তারা বিভিন্ন স্লোগান দেয় এবং গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে। দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের একটি দল এসে আবদুল লতিফ সিদ্দিকী, শেখ হাফিজুর রহমান, মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে পুলিশের কাছে তুলে দেন।