দুর্নীতিতে অভিজ্ঞতা নেই: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৩:২১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 119
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের দুর্নীতিতে কোনো অভিজ্ঞতা নেই। জনগণের সম্পদ চুরি করার কোনো অভিজ্ঞতা আমাদের নেই।”
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাসানটেক এলাকায় ঢাকা-১৭ আসনের আওতায় জামায়াতে ইসলামীর আয়োজিত যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দলের কর্মীদের দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণকায়েম করার অভিজ্ঞতা নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার কোনো অভিজ্ঞতা আমাদের নেই।
আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে এবং যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বাছাই করবে। আমরা তাদের অভিনন্দন জানাব এবং যদি জনগণ আমাদেরকে বেছে নেন, আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে আহ্বান জানাব। জনগণ আমাদের সমর্থন দেবে এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার কাজ করব ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে, আমরা কাউকেই বাদ দেব না। সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ব। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি, বরং দেশের মাটিকে বুকে জড়িয়ে এখানেই ছিল। আমরা জেল ভোগ করেছি, জীবন দিয়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালাইনি, কারণ আমরা এই দেশ, এই মাটি এবং মানুষের প্রতি ভালোবাসা রেখেছি।































