আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
- সর্বশেষ আপডেট ০২:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 54
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাক পরিবহন সহায়তা এবং জরুরি সেবা প্রদান করে।
ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জন নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুর থেকে দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদী থেকে একজন করে রয়েছেন। চলতি বছরে ইতোমধ্যে ১৮৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে, এই ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন ব্রাজিলে বৈধ অনুমোদন নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। বাকি পাঁচজনের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান এবং তিনজন দক্ষিণ আফ্রিকা থেকে প্রবেশ করেন। তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করার পর আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, বৈধভাবে কর্মী পাঠানোর অনুমতি থাকা সত্ত্বেও কিছু মানুষ অবৈধ পথে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় সরকারের এবং সংশ্লিষ্ট এজেন্সির সতর্কতা প্রয়োজন। তিনি বলেন, যারা এই প্রক্রিয়ায় জড়িত তাদের জবাবদিহি নিশ্চিত করা উচিত।
এর আগে চলতি বছরের বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশিদের হাতে হাতকড়া বা পায়ে শেকল বাঁধা হতো। তবে শুক্রবার ফেরত আসা ৩৯ জনের ক্ষেত্রে তা করা হয়নি। চলতি বছরের জুনে ৪২ জন এবং মার্চ থেকে এপ্রিল পর্যন্ত অন্তত ৩৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। ২০২৪ সালের শুরু থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে দেশে ফেরত পাঠানো হয়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে অভিবাসন কর্তৃপক্ষ তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।






































