হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪, আহত ৭৬
- সর্বশেষ আপডেট ১২:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 91
হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে পৌঁছেছে। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন। এ ছাড়া আরও ৭৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের কর্মী।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। নিভে যাওয়া ভবনগুলোতে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করার জন্য উদ্ধারকর্মীরা কাজ চালাচ্ছেন।
ওয়াং ফুক কোর্টে মোট ২ হাজার ফ্ল্যাটে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ বসবাস করে। অগ্নিকাণ্ডের পর জরুরি ভিত্তিতে খোলা আটটি আশ্রয়কেন্দ্রে প্রায় ৯০০ বাসিন্দাকে রাখা হয়েছে। বাসিন্দারা নিজেরা বা পরিবারের সদস্যদের খুঁজে বের করতে মরিয়া অবস্থায় আছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান সিসিটিভি।



































