কামালকে দিয়ে শুরু হবে প্রত্যর্পণ প্রক্রিয়া: প্রেস সচিব
- সর্বশেষ আপডেট ১১:৪৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 80
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত বিবেচনা করছে। তবে প্রত্যর্পণ প্রক্রিয়ার প্রথম ধাপে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
স্ট্যাটাসে শফিকুল আলম উল্লেখ করেন, জুলাইয়ের ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের শেষ পর্যন্ত দেশের আদালতের মুখোমুখি হতে হবে—এমন বিশ্বাস তিনি আরও দৃঢ়ভাবে অনুভব করছেন।
তিনি মন্তব্য করেন, ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত কামালকে খুব শিগগিরই বিচার মোকাবিলার জন্য দেশে ফেরত আনা হবে। হাসিনা সরকারের প্রায় ১৬ বছরের সময়ে সংঘটিত অপরাধগুলো নিয়ে যত তদন্ত এগোচ্ছে, ততই গণহত্যা ও গুমের ঘটনাগুলোতে কামালের সম্পৃক্ততা আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসছে।
প্রেস সচিব বলেন, যারা এসব ঘটনার জন্য দায়ী, তারা অর্থ খরচ করে বা প্রভাব খাটিয়ে দায় এড়াতে পারবেন না। জাতি হিসেবে যদি জুলাইয়ের গণহত্যাসহ পূর্ববর্তী মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার বিষয়ে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকতে পারি, তবে দায়ীদের পক্ষে পরিণতি এড়িয়ে যাওয়া আরও কঠিন হবে।
তিনি আরও ইঙ্গিত দেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার সূচনা হবে কামালকে দিয়ে—এরপর ধাপে ধাপে অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।





































