অনিবন্ধিত স্মার্টফোনের বিষয়ে সিদ্ধান্ত ডিসেম্বরে
- সর্বশেষ আপডেট ০৮:৫০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 123
বাংলাদেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু হওয়ায় অনিবন্ধিত স্মার্টফোন বন্ধ হওয়ার শঙ্কা নিয়ন্ত্রণে রাখতে সরকার আগামী ডিসেম্বরে উচ্চ পর্যায়ের বৈঠক করবে। বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন জানিয়েছেন, বৈঠকে অনিবন্ধিত ফোনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে বাজারে অনিবন্ধিত স্মার্টফোনের সংখ্যা প্রায় ৫০ লাখ। এসব হ্যান্ডসেটের ট্যাক্স বিষয়টি নিষ্পত্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বরে সরকারের বৈঠকে এসব ফোন নেটওয়ার্কে নেওয়া বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বৃহস্পতিবার রাজধানীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত সেমিনারে বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন বলেন, অবৈধ ফোন বন্ধ করা, প্রতারণা রোধ এবং সরকারের রাজস্ব বৃদ্ধি করতে ১৬ ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালু হবে। তিনি বলেন, “মোবাইল ফোন ব্যবহারকারীরা যেন প্রতারিত না হন, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”
এনইআইআর চালু হলে নিবন্ধনহীন বা আন-অফিসিয়াল মোবাইল সেট ব্যবহার বন্ধ হবে। ২৯ অক্টোবর বিটিআরসির সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, এই ব্যবস্থার ফলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মোবাইল সেট ব্যবহারের সুযোগ থাকবে না এবং সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতি রোধ করা সম্ভব হবে। এছাড়া স্থানীয় মোবাইল উৎপাদন শিল্পও সুরক্ষিত হবে।
বাজারে থাকা ফোনগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিটিআরসি কমিশনার বলেন, “ডিসেম্বরে সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা বিষয়টি দেখবেন। আনুমানিক ৫০–৬০ লাখ ফোনের মধ্যে ১০–১২ লাখ স্বাভাবিকভাবে নেটওয়ার্কে যুক্ত হবে। বাকিদের জন্য বিটিআরসির টেকনিক্যাল মেকানিজম প্রস্তুত আছে। ট্যাক্স সংক্রান্ত বিষয়ে এনবিআরের সঙ্গে সমন্বয় করা হয়েছে।”
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি জানিয়েছে, বৈঠকে বাজারে থাকা ফোনগুলো নেটওয়ার্কে যুক্ত করার জন্য একটি নির্দিষ্ট ফি ধার্য করা হতে পারে। এনইআইআর বাস্তবায়নের কারণে ফোনের দাম বাড়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন বিটিআরসি কমিশনার। তিনি বলেন, দাম বাড়বে না এবং কিস্তিতে ফোন কেনার সুযোগ থাকবে। এতে স্থানীয় উৎপাদনও বাড়বে।
সেমিনারে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক এনইআইআর সিস্টেমের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, নিরাপত্তা হুমকি মোকাবিলা, ভোক্তা অধিকার নিশ্চিত করা, সরকারের রাজস্ব ক্ষতি রোধ, অবৈধ সেট নেটওয়ার্কে প্রবেশ রোধ, ক্লোন ও চুরি রোধ এবং স্থানীয় মোবাইল কারখানা রক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ।
সেমিনারে মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠন, পুলিশ, এনবিআর ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা এনইআইআর বাস্তবায়ন ও বাজারে তার প্রভাব নিয়ে বক্তব্য দেন।































