৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ
- সর্বশেষ আপডেট ০৭:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 81
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নন-ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুসরণ করে ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২-এর আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ৫৬৫টি শূন্য পদের বিপরীতে মোট ৫৪৫ জন প্রার্থীকে বিভিন্ন পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
ফলাফলে দেখা যায়, নন-ক্যাডার পদগুলোর মধ্যে নবম গ্রেডের সমাজসেবা অফিসার পদে সর্বোচ্চ ৫০ জন প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
এর আগে বুধবার রাতে ৪৫তম বিসিএসের ক্যাডারভুক্ত চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১,৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ ঘোষণা করে পিএসসি।
সংস্থা জানিয়েছে, পরবর্তী ধাপের নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোই সম্পন্ন করবে।
































