ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 70

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই।

আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তারা প্রকাশ্যে মুখোমুখি থাকলেও শেষ পর্যন্ত হাত মিলিয়েছেন, এক হয়েছেন এবং গণতন্ত্রকে বারবার গলা কেটে হত্যা করেছেন। উভয় শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল।”

রিজভী আরও বলেন, “ইকোনোমিক্স শব্দ থাকলেও শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে যা হয়েছে তা হলো ‘হাসিনোমিক্স’। ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে—এটাই ছিল সেই নীতি। পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল।”

তিনি সতর্ক করেন, “দেশ এখন সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা বহন করছে। নতুন সরকারকে অর্থনীতিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে শক্ত পদক্ষেপ নিতে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু একদিকে পদক্ষেপ থাকলেও অন্যদিকে অর্থনৈতিক ধস দেখা দিচ্ছে। কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে—এসব বিষয়ে সরকারকে নজর দিতে হবে।”

সম্প্রতি ব্যাংকের দুটি ভল্টে স্বর্ণ জালিয়াতির বিষয়ে তিনি বলেন, “ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ বের হচ্ছে কীভাবে? আরও স্বর্ণ আছে কি না—এ নিয়ে নানা কথাবার্তা চলছে। এই স্বর্ণ শেখ হাসিনা বা তার ঘনিষ্ঠদের কি—শিগগিরই প্রকাশ পেতে পারে।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নেতা নাজিম উদ্দীন আলম এবং মোস্তাফিজুর রহমান বাবুল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

সর্বশেষ আপডেট ০৫:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই।

আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তারা প্রকাশ্যে মুখোমুখি থাকলেও শেষ পর্যন্ত হাত মিলিয়েছেন, এক হয়েছেন এবং গণতন্ত্রকে বারবার গলা কেটে হত্যা করেছেন। উভয় শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল।”

রিজভী আরও বলেন, “ইকোনোমিক্স শব্দ থাকলেও শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনে যা হয়েছে তা হলো ‘হাসিনোমিক্স’। ব্যাংক থেকে ঋণ নিলে তা ফেরত না দিলেও চলবে—এটাই ছিল সেই নীতি। পরিশোধ না করেও নতুন ঋণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল।”

তিনি সতর্ক করেন, “দেশ এখন সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা বহন করছে। নতুন সরকারকে অর্থনীতিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে শক্ত পদক্ষেপ নিতে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু একদিকে পদক্ষেপ থাকলেও অন্যদিকে অর্থনৈতিক ধস দেখা দিচ্ছে। কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে—এসব বিষয়ে সরকারকে নজর দিতে হবে।”

সম্প্রতি ব্যাংকের দুটি ভল্টে স্বর্ণ জালিয়াতির বিষয়ে তিনি বলেন, “ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ বের হচ্ছে কীভাবে? আরও স্বর্ণ আছে কি না—এ নিয়ে নানা কথাবার্তা চলছে। এই স্বর্ণ শেখ হাসিনা বা তার ঘনিষ্ঠদের কি—শিগগিরই প্রকাশ পেতে পারে।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নেতা নাজিম উদ্দীন আলম এবং মোস্তাফিজুর রহমান বাবুল।