ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 68

ঘূর্ণিঝড়

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দ্রুত ঘনীভূত হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ভোরে নিম্নচাপে এবং সকাল ৯টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়। বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী, এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় দুই হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকাজুড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সাগর ইতোমধ্যেই উত্তাল রয়েছে। পরিস্থিতি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হবে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘দিতওয়া’। ইয়েমেন এই নামটি প্রস্তাব করেছে, যা সোকোত্রা দ্বীপের একটি সুপরিচিত লেগুনের নাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

সর্বশেষ আপডেট ০৫:১৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দ্রুত ঘনীভূত হয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ভোরে নিম্নচাপে এবং সকাল ৯টার দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়। বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী, এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় দুই হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকাজুড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সাগর ইতোমধ্যেই উত্তাল রয়েছে। পরিস্থিতি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হবে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘দিতওয়া’। ইয়েমেন এই নামটি প্রস্তাব করেছে, যা সোকোত্রা দ্বীপের একটি সুপরিচিত লেগুনের নাম।