ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 63

ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্তেই থেকে যেকোনো সময়ে অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিনের নিবন্ধন সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে মঙ্গলবার রাত ১২টার পর থেকে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা ও সময়সীমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। ফলে প্রবাসীরা যেকোনো দেশ থেকে সুবিধাজনক সময়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বরই বহাল থাকছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজন করার প্রস্তুতির অংশ হিসেবে আগামী শনিবার (২৯ নভেম্বর) ঢাকার শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষামূলক ভোট বা মক ভোটিংয়ের আয়োজন করা হবে। মক ভোটের ফলাফল মূল্যায়ন করে কেন্দ্র সংখ্যা, ভোটকক্ষ, কিংবা জনবল বাড়ানো বা কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব জানান, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের বিষয়ে অধ্যাদেশ জারি হওয়ার আগেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। মাঠপর্যায়ে প্রস্তুতি ও কাগজপত্রের কাজও আগেভাগে এগিয়ে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে টিকটকের সঙ্গে যৌথভাবে অনলাইনে সত্য তথ্য প্রচার, ভুয়া তথ্য মোকাবিলা, এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির লক্ষ্যে একটি কর্মশালা আয়োজন করা হয়। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যবহারকারীদের সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টিকটক। টিকটকের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সাউথ এশিয়ার হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন

সর্বশেষ আপডেট ০৯:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্তেই থেকে যেকোনো সময়ে অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগে বিশ্বকে আটটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের জন্য পাঁচ দিনের নিবন্ধন সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে মঙ্গলবার রাত ১২টার পর থেকে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা ও সময়সীমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হচ্ছে। ফলে প্রবাসীরা যেকোনো দেশ থেকে সুবিধাজনক সময়ে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বরই বহাল থাকছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজন করার প্রস্তুতির অংশ হিসেবে আগামী শনিবার (২৯ নভেম্বর) ঢাকার শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষামূলক ভোট বা মক ভোটিংয়ের আয়োজন করা হবে। মক ভোটের ফলাফল মূল্যায়ন করে কেন্দ্র সংখ্যা, ভোটকক্ষ, কিংবা জনবল বাড়ানো বা কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সচিব জানান, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের বিষয়ে অধ্যাদেশ জারি হওয়ার আগেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। মাঠপর্যায়ে প্রস্তুতি ও কাগজপত্রের কাজও আগেভাগে এগিয়ে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে টিকটকের সঙ্গে যৌথভাবে অনলাইনে সত্য তথ্য প্রচার, ভুয়া তথ্য মোকাবিলা, এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির লক্ষ্যে একটি কর্মশালা আয়োজন করা হয়। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্যবহারকারীদের সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টিকটক। টিকটকের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সাউথ এশিয়ার হেড অব পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস ফেরদৌস মোত্তাকিন।