ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 60

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

রায়ে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। এর আগে, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম জানান, ট্রাইব্যুনাল আইনের ২১ নম্বর ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার রয়েছে। ওই ধারার ৩ উপধারায় বলা হয়েছে, সাজা বা খালাসের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। ২১ নম্বর ধারার ৪ উপধারায় উল্লেখ আছে, আপিলের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সর্বশেষ আপডেট ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত হয়েছে।

রায়ে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন। এর আগে, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম জানান, ট্রাইব্যুনাল আইনের ২১ নম্বর ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার রয়েছে। ওই ধারার ৩ উপধারায় বলা হয়েছে, সাজা বা খালাসের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। ২১ নম্বর ধারার ৪ উপধারায় উল্লেখ আছে, আপিলের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।