তবে কি ভেঙেই গেল স্মৃতি মান্ধানার বিয়ে?
- সর্বশেষ আপডেট ০৩:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 139
পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউডের সুরকার পলাশ মুচ্ছল। মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজন করা হয়। দুই তারকার বিয়ে নিয়ে আয়োজনে কোনো খামতি ছিল না।
গত রবিবার পলাশ ও স্মৃতির বিয়ে হওয়ার কথা ছিল, তবে এদিন সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা হৃদরোগে আক্রান্ত হন।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিয়ে স্থগিতের ঘোষণা দেন স্মৃতি। এরপরই হঠাৎ ইনস্টাগ্রাম থেকে বাগদান, গায়েহলুদসহ বিয়েসংক্রান্ত সব পোস্ট মুছে ফেলেন স্মৃতি। গুঞ্জন ছড়িয়েছে, কোনো কারণে পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্কের অবনতি ঘটেছে।
এর মধ্যেই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। মেরি ডি’কস্তা নামের এক নারীর সঙ্গে পলাশের অন্তরঙ্গ আলাপের স্ক্রিনশট ফাঁস হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছে।
মেরি ডি’কস্তা পেশায় একজন নৃত্যপরিচালক। স্মৃতি ও পলাশের বিয়ের সংগীত অনুষ্ঠানে নৃত্য পরিচালনার দায়িত্বেও নাকি তিনিই ছিলেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি স্ক্রিনশট পোস্ট করেছেন মেরি ডি’কস্তা। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দিয়েছেন তিনি, তবে এর মধ্যেই সেসব স্ত্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মেরি ডি’কস্তা দাবি করেন, পলাশ তাকে একটি হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন। তখন মেরি প্রশ্ন তোলেন, ‘তুমি তো একটা সম্পর্কে আছ?’ সেই শুনে পলাশ বলেন, ‘কে বলেছে, সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটা যায় না?’
মেরির সঙ্গে দেখা করার জন্য বেশ উদ্গ্রীব ছিলেন পলাশ। আশপাশের লোকজন চিনতে পারলে সমস্যা হতে পারে, এমন আশঙ্কার কথাও বলতে দেখা গেছে মেরিকে।
তবে সেই বিষয়ে নিজেই আশ্বস্ত করেছিলেন পলাশ। বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি স্মৃতি বা পলাশ কেউই।
গুঞ্জন উঠেছে, মেরির সঙ্গে আলাপের বিষয়টি জানার পর থেকে পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্কে অবনতি ঘটেছে। প্রশ্ন উঠেছে, স্মৃতি ও পলাশের বিয়েটা কি শেষ পর্যন্ত হবে? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সূত্র: আনন্দবাজার ডটকম, এই সময়, নিউজ এইটিন

































