ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শামীম পাটোয়ারী কেন নেই, জানেন না লিটন

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 139

শামীম পাটোয়ারী কেন নেই, জানেন না লিটন

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে চমকে দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে তিনি জানান, এই সিরিজের দল গঠনের বিষয়টি নিয়ে নির্বাচকরা তার সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি।

লিটন বলেন, তাকে জানানো হয়েছে এখন থেকে দল নির্বাচনে তার মতামত প্রয়োজন হবে না। তাই শামীম পাটোয়ারী কেন বাদ পড়েছেন, সে কারণও তার জানা নেই।

অধিনায়ক বলেন, “শামীম পাটোয়ারী দলে থাকার মতোই পারফরমার। তাকে বাদ দেওয়া দুঃখজনক। থাকলে ভালো হতো। এটা আমার সিদ্ধান্ত নয়—পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্ত। কেন বাদ দেওয়া হয়েছে, কোনো নোটিশ বা ব্যাখ্যাও আমি পাইনি।”

তিনি আরও বলেন, “সাধারণত দলের কোন খেলোয়াড় আসবে বা বাদ যাবে—এ নিয়ে অন্তত অধিনায়কের সঙ্গে আলোচনা হয়। কিন্তু এবার সে রকম কিছু হয়নি। তবুও যারা ১৫ জন স্কোয়াডে আছে, তারা সবাই ভালো খেলোয়াড়। তবে শামীমকে বাদ দেওয়ার মতো কারণ আমি দেখি না।”

লিটনের এমন মন্তব্যে আসন্ন সিরিজে দল নির্বাচন প্রসঙ্গে নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট মহলে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শামীম পাটোয়ারী কেন নেই, জানেন না লিটন

সর্বশেষ আপডেট ০২:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে চমকে দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে তিনি জানান, এই সিরিজের দল গঠনের বিষয়টি নিয়ে নির্বাচকরা তার সঙ্গে কোনো ধরনের আলোচনা করেননি।

লিটন বলেন, তাকে জানানো হয়েছে এখন থেকে দল নির্বাচনে তার মতামত প্রয়োজন হবে না। তাই শামীম পাটোয়ারী কেন বাদ পড়েছেন, সে কারণও তার জানা নেই।

অধিনায়ক বলেন, “শামীম পাটোয়ারী দলে থাকার মতোই পারফরমার। তাকে বাদ দেওয়া দুঃখজনক। থাকলে ভালো হতো। এটা আমার সিদ্ধান্ত নয়—পুরোটাই নির্বাচকদের সিদ্ধান্ত। কেন বাদ দেওয়া হয়েছে, কোনো নোটিশ বা ব্যাখ্যাও আমি পাইনি।”

তিনি আরও বলেন, “সাধারণত দলের কোন খেলোয়াড় আসবে বা বাদ যাবে—এ নিয়ে অন্তত অধিনায়কের সঙ্গে আলোচনা হয়। কিন্তু এবার সে রকম কিছু হয়নি। তবুও যারা ১৫ জন স্কোয়াডে আছে, তারা সবাই ভালো খেলোয়াড়। তবে শামীমকে বাদ দেওয়ার মতো কারণ আমি দেখি না।”

লিটনের এমন মন্তব্যে আসন্ন সিরিজে দল নির্বাচন প্রসঙ্গে নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট মহলে।