ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ‘খুব অস্বাস্থ্যকর’ খুলনার বাতাস

বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 64

পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী নয়াদিল্লি কিংবা পাকিস্তানের নগর করাচি বা লাহোর দূষণের শীর্ষ নগরী হিসেবে জায়গা করে নিচ্ছে মাসখানেক ধরে। কিছুদিন আগেই ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছিল নয়াদিল্লির দূষণ। একপর্যায়ে সেখানকার প্রশাসন কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থা করেছিল। এবার বুধবার (২৬ নভেম্বর) সকালেও বায়ুদূষণে বিশ্বের ১২৭ নগরীর মধ্যে শীর্ষে নয়াদিল্লি।

এদিকে নয়াদিল্লির বায়ুর মান খারাপ হলেও, এর কাছাকাছিই রয়েছে বাংলাদেশের একটি শহরের বায়ুর মান। সেই শহরকে কেউ কেউ হয়তো রাজধানী ঢাকা মনে করছেন। কিন্তু নাহ্। দূষণের সেই শহরটি খুলনা। এ শহরের দূষণের মাত্রা ঢাকার থেকে আজ বেশি।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়াররের তথ্যানুযায়ী, ২৩১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয়তে জায়গা করে নিয়েছে রাজধানী ঢাকা শহর। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। তালিকায় শীর্ষে থাকা ভারতের দিল্লির বায়ুর মান ২৮৪। আর খুলনার বায়ুর মান ২৭৭।

বায়ুর মানের একিউআই স্কোর অনুযায়ী- শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি মান, আর ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলা হয়। এরপর ১৫১ থেকে ২০০ কে অস্বাস্থ্যকর বায়ু বলে বিবেচনা করা।

এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাসা-বাড়ির ভেতরে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ‘খুব অস্বাস্থ্যকর’ খুলনার বাতাস

সর্বশেষ আপডেট ১০:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

পার্শ্ববর্তী দেশ ভারতের রাজধানী নয়াদিল্লি কিংবা পাকিস্তানের নগর করাচি বা লাহোর দূষণের শীর্ষ নগরী হিসেবে জায়গা করে নিচ্ছে মাসখানেক ধরে। কিছুদিন আগেই ভয়াবহ পর্যায়ে পৌঁছে গিয়েছিল নয়াদিল্লির দূষণ। একপর্যায়ে সেখানকার প্রশাসন কৃত্রিমভাবে বৃষ্টির ব্যবস্থা করেছিল। এবার বুধবার (২৬ নভেম্বর) সকালেও বায়ুদূষণে বিশ্বের ১২৭ নগরীর মধ্যে শীর্ষে নয়াদিল্লি।

এদিকে নয়াদিল্লির বায়ুর মান খারাপ হলেও, এর কাছাকাছিই রয়েছে বাংলাদেশের একটি শহরের বায়ুর মান। সেই শহরকে কেউ কেউ হয়তো রাজধানী ঢাকা মনে করছেন। কিন্তু নাহ্। দূষণের সেই শহরটি খুলনা। এ শহরের দূষণের মাত্রা ঢাকার থেকে আজ বেশি।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়াররের তথ্যানুযায়ী, ২৩১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয়তে জায়গা করে নিয়েছে রাজধানী ঢাকা শহর। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। তালিকায় শীর্ষে থাকা ভারতের দিল্লির বায়ুর মান ২৮৪। আর খুলনার বায়ুর মান ২৭৭।

বায়ুর মানের একিউআই স্কোর অনুযায়ী- শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি মান, আর ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলা হয়। এরপর ১৫১ থেকে ২০০ কে অস্বাস্থ্যকর বায়ু বলে বিবেচনা করা।

এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাসা-বাড়ির ভেতরে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে।