ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কড়াইলে টিন–কাঠের ঘরে দ্রুত ছড়াচ্ছে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 92

টিন–কাঠের ঘরে দ্রুত ছড়াচ্ছে আগুন

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৫টার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাত পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে তারা ঘটনাটি জানতে পারেন। এরপর থেকে বিভিন্ন স্টেশনের ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

তিনি বলেন, বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে। একতলা থেকে তিনতলা পর্যন্ত বিভিন্ন কাঠামো আগুনে পুড়ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কড়াইলের অধিকাংশ বাসিন্দা পোশাকশ্রমিক, রিকশাচালক, হকার ও দিনমজুর হওয়ায় বিকেলের সময় বহু মানুষ ঘরে ছিলেন না। তবে যারা ছিলেন, তারা শেষ মুহূর্তে যেমন পারছেন মালপত্র সরিয়ে নিতে চেষ্টা করেছেন।

সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও খাল ও চাপকলের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বস্তির বড় এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখা এবং আকাশভরা ধোঁয়ার স্তম্ভ।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, অন্তত শতাধিক ঘর পুড়ে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কড়াইলে টিন–কাঠের ঘরে দ্রুত ছড়াচ্ছে আগুন

সর্বশেষ আপডেট ০৯:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৫টার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাত পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে তারা ঘটনাটি জানতে পারেন। এরপর থেকে বিভিন্ন স্টেশনের ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

তিনি বলেন, বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে। একতলা থেকে তিনতলা পর্যন্ত বিভিন্ন কাঠামো আগুনে পুড়ছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

কড়াইলের অধিকাংশ বাসিন্দা পোশাকশ্রমিক, রিকশাচালক, হকার ও দিনমজুর হওয়ায় বিকেলের সময় বহু মানুষ ঘরে ছিলেন না। তবে যারা ছিলেন, তারা শেষ মুহূর্তে যেমন পারছেন মালপত্র সরিয়ে নিতে চেষ্টা করেছেন।

সন্ধ্যার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও খাল ও চাপকলের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বস্তির বড় এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখা এবং আকাশভরা ধোঁয়ার স্তম্ভ।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, অন্তত শতাধিক ঘর পুড়ে গেছে।