ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পুলিশ মোতায়েন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে পানি সংকট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 80

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে পানি সংকট

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। পানির ঘাটতির কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বর্তমানে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর দ্রুত তা বস্তির বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তীব্র যানজটে পড়লোও ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে পানি সংকটের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “ঘটনাস্থলে পানি স্বল্পতার কারণে অতিরিক্ত পানি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে রাখতে ইউনিট বাড়িয়ে ১৬টি করা হয়েছে।”

এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। তারা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি বস্তির ভেতরে নতুন করে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, যেন কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশ মোতায়েন

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে পানি সংকট

সর্বশেষ আপডেট ০৮:১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। পানির ঘাটতির কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বর্তমানে মোট ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার পর দ্রুত তা বস্তির বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তীব্র যানজটে পড়লোও ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তবে পানি সংকটের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “ঘটনাস্থলে পানি স্বল্পতার কারণে অতিরিক্ত পানি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে রাখতে ইউনিট বাড়িয়ে ১৬টি করা হয়েছে।”

এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। তারা ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি বস্তির ভেতরে নতুন করে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, যেন কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।