ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুজব উড়িয়ে মুখ খুললেন ঐশী

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 67

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়-এক নারী বিশৃঙ্খলার মাঝে মই বেয়ে দেয়াল টপকে বের হচ্ছেন। সেই ভিডিওটি বিভিন্ন পেজে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি নাকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। তবে এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে পরিষ্কার জানিয়েছেন এ কণ্ঠশিল্পী।

সোমবার (২৪ নভেম্বর) এক সংবাদমাধ্যমকে ঐশী বলেন, “বিষয়টি একদমই মিথ্যা। একটু হাস্যকরও লাগছে। ভিডিওতে থাকা নারীর চুল, পোশাক—কিছুই আমার সঙ্গে মিল নেই। এটা যাচাই করতে কারওই কষ্ট হওয়ার কথা নয়।”

গত ২২ নভেম্বর গাজীপুরের শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় গান পরিবেশন করেন ঐশী। রাত ১০টার দিকে মেলায় বিশৃঙ্খলা ছড়ানোর খবর এলেও তিনি জানান-তখন তিনি সেখানে ছিলেন না।

ঐশী বলেন,”আমাদের শো সুন্দরভাবে শেষ হয়েছে। এরপর আমরা গাড়িতে করে নিরাপদে বাড়ি ফিরেছি। পরে শুনেছি, আমরা বের হওয়ার পর ঘটনাটি ঘটেছে।“

তবু সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে-ঐশী নাকি বিশৃঙ্খলায় আটকা পড়ে দেয়াল টপকে বের হয়েছেন। এই দাবি দৃড়ভাবে নাকচ করে তিনি বলেন,“এসব পুরোপুরি গুজব।“

বিভ্রান্তি এড়াতে রোববার (২৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দেন ঐশী। সেখানে তিনি লেখেন, “আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা নিরাপদে বের হওয়ার পরই ঘটনাটি ঘটে।“

সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে তিনি আরও অনুরোধ জানান-“বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে। দয়া করে যাচাই করা তথ্যই প্রচার করুন।“

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গুজব উড়িয়ে মুখ খুললেন ঐশী

সর্বশেষ আপডেট ১২:৫৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়-এক নারী বিশৃঙ্খলার মাঝে মই বেয়ে দেয়াল টপকে বের হচ্ছেন। সেই ভিডিওটি বিভিন্ন পেজে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি নাকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। তবে এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে পরিষ্কার জানিয়েছেন এ কণ্ঠশিল্পী।

সোমবার (২৪ নভেম্বর) এক সংবাদমাধ্যমকে ঐশী বলেন, “বিষয়টি একদমই মিথ্যা। একটু হাস্যকরও লাগছে। ভিডিওতে থাকা নারীর চুল, পোশাক—কিছুই আমার সঙ্গে মিল নেই। এটা যাচাই করতে কারওই কষ্ট হওয়ার কথা নয়।”

গত ২২ নভেম্বর গাজীপুরের শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় গান পরিবেশন করেন ঐশী। রাত ১০টার দিকে মেলায় বিশৃঙ্খলা ছড়ানোর খবর এলেও তিনি জানান-তখন তিনি সেখানে ছিলেন না।

ঐশী বলেন,”আমাদের শো সুন্দরভাবে শেষ হয়েছে। এরপর আমরা গাড়িতে করে নিরাপদে বাড়ি ফিরেছি। পরে শুনেছি, আমরা বের হওয়ার পর ঘটনাটি ঘটেছে।“

তবু সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে-ঐশী নাকি বিশৃঙ্খলায় আটকা পড়ে দেয়াল টপকে বের হয়েছেন। এই দাবি দৃড়ভাবে নাকচ করে তিনি বলেন,“এসব পুরোপুরি গুজব।“

বিভ্রান্তি এড়াতে রোববার (২৩ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দেন ঐশী। সেখানে তিনি লেখেন, “আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা নিরাপদে বের হওয়ার পরই ঘটনাটি ঘটে।“

সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে তিনি আরও অনুরোধ জানান-“বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে। দয়া করে যাচাই করা তথ্যই প্রচার করুন।“