কাফনের কাপড় পরে লবণ চাষিদের বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ০৮:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 61
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, অপ্রয়োজনীয় আমদানি বন্ধ এবং মিল মালিকদের সিন্ডিকেট ভাঙার দাবিতে কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ চাষিরা অনন্য উপায়ে প্রতিবাদ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রান্তিক লবণ চাষি সমিতির ব্যানারে লবণ মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বহু চাষি প্রতিবাদের প্রতীক হিসেবে কাফনের কাপড় পরে অংশ নেন। মানববন্ধন শেষে তারা রাস্তার ওপর লবণ ছড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।
চাষিরা জানান, বর্তমানে মাঠ পর্যায়ে তারা মণপ্রতি মাত্র ১২০ থেকে ১৪০ টাকা পাচ্ছেন, অথচ প্রতি মণ লবণ উৎপাদনে খরচ পড়ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। এতে চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকেই লবণ চাষ থেকে সরে যাওয়ার কথা ভাবছেন।
তাদের অভিযোগ, মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে সাড়ে ৩ টাকা পেলেও পরিশোধন শেষে মিল মালিকরা সেই লবণ বাজারে বিক্রি করছেন ৪৫ টাকা দরে। সিন্ডিকেটের মাধ্যমে চাষিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও তারা দাবি করেন।
চাষিরা আরও অভিযোগ করেন, দেশে পর্যাপ্ত লবণ মজুত থাকা সত্ত্বেও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির চেষ্টা চলছে, যা স্থানীয় উৎপাদকদের আরও সংকটে ফেলবে।
মানববন্ধনে লেমশিখালী ইউপির চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও চাষিরা বক্তব্য দেন।
































