জামিন মেলেনি মুফতি মামুনুর রশিদ কাসেমীর
- সর্বশেষ আপডেট ০৮:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 65
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন আবেদন আদালত নাকচ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানির পর জামিন মঞ্জুর না করার সিদ্ধান্ত দেন।
রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে স্ত্রীর করা মামলার ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস-দক্ষিণ) তরিকুল ইসলাম জানান, গত শুক্রবার কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করা হয়েছিল। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং পরে আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, কাসেমী এক নারীকে বিয়ে করে কিছুদিন সংসার চালানোর পর তালাক দেন। পরে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ওই নারীকে তার হেফাজতে রেখে যৌন নির্যাতন করেন।
































