ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীর দোয়া চাইলেন চিকিৎসাধীন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 94

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। হার্ট ও ফুসফুসের জটিলতায় তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানিয়েছেন বেগম জিয়া। তিনি দ্রুত আরোগ্যের আশাবাদও ব্যক্ত করেছেন।

রোববার রাত সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার বুকে সংক্রমণ ধরা পড়েছে এবং হার্ট–ফুসফুস—উভয় অঙ্গে জটিলতা রয়েছে। কমপক্ষে ১২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, তিনি কতদিন হাসপাতালে থাকবেন তা এখনই বলা সম্ভব নয়। শারীরিক অবস্থার উন্নতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশবাসীর দোয়া চাইলেন চিকিৎসাধীন খালেদা জিয়া

সর্বশেষ আপডেট ০৭:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। হার্ট ও ফুসফুসের জটিলতায় তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানিয়েছেন বেগম জিয়া। তিনি দ্রুত আরোগ্যের আশাবাদও ব্যক্ত করেছেন।

রোববার রাত সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার বুকে সংক্রমণ ধরা পড়েছে এবং হার্ট–ফুসফুস—উভয় অঙ্গে জটিলতা রয়েছে। কমপক্ষে ১২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, তিনি কতদিন হাসপাতালে থাকবেন তা এখনই বলা সম্ভব নয়। শারীরিক অবস্থার উন্নতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।