মেট্রোরেলে ৮ কেজি গাঁজাসহ নারী–পুরুষ আটক
- সর্বশেষ আপডেট ০৭:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 105
রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এমআরটি পুলিশ। আটক দুজনের একজন নারী ও একজন পুরুষ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শেওড়াপাড়া স্টেশনে চেকিংয়ের সময় তাদের বড় ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সব স্টেশনে তল্লাশি চলছে। তল্লাশিতে সন্দেহজনক ব্যাগে গাঁজা পাওয়া গেলে দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, মেট্রোরেল ব্যবহার করে এর আগেও দুবার গাঁজা পরিবহন করেছেন এবং এবার মতিঝিলে নামার পরিকল্পনা ছিল।
এমআরটি পুলিশের সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তিনি বলেন, সন্দেহজনক যাত্রী বা বড় ব্যাগ দেখলেই তল্লাশি করা হচ্ছে।































