ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 128

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভূমিকম্প প্রস্তুতি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারের প্রধান দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ২১ ও ২২ নভেম্বর দু’দিনে দেশে চার দফা ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর এই বৈঠক ডাকা হয়েছে। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে তিন জেলায় অন্তত ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভূমিকম্প প্রস্তুতি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে সরকারের প্রধান দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ২১ ও ২২ নভেম্বর দু’দিনে দেশে চার দফা ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর এই বৈঠক ডাকা হয়েছে। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে তিন জেলায় অন্তত ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।