ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:১৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 77

নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে গেছে। এ কারণে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার গ্রাহকরা।

জানা গেছে, গত শনিবার (২২ নভেম্বর) বিকেল থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে আবাসিক লাইনের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন জেলা শহরের মানিকপুর, বাগমামুদালীপাড়া, খালইষ্ট, মালপাড়া, জমিদারপাড়া, মধ্য কোটগাঁও, গণকপাড়া ও শহরতলির একাধিক গ্রামের গৃহিণীরা।

জানতে চাইলে মুন্সীগঞ্জের তিতাস গ্যাসের ম্যানেজার ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম জানান, শনিবার বিকেলেপঞ্চবটি এলাকায় গ্যাসলাইনে একটি ছিদ্র হয়। যেহেতু এটি দুর্ঘটনা, তাই আগে কোনো নোটিশ দেয়া সম্ভব হয়নি।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ জানান, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে।

তিনি আরও জানান, শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। রোববার সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ

সর্বশেষ আপডেট ১১:১৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ করার সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে গেছে। এ কারণে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার গ্রাহকরা।

জানা গেছে, গত শনিবার (২২ নভেম্বর) বিকেল থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে আবাসিক লাইনের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিপাকে পড়েছেন জেলা শহরের মানিকপুর, বাগমামুদালীপাড়া, খালইষ্ট, মালপাড়া, জমিদারপাড়া, মধ্য কোটগাঁও, গণকপাড়া ও শহরতলির একাধিক গ্রামের গৃহিণীরা।

জানতে চাইলে মুন্সীগঞ্জের তিতাস গ্যাসের ম্যানেজার ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম জানান, শনিবার বিকেলেপঞ্চবটি এলাকায় গ্যাসলাইনে একটি ছিদ্র হয়। যেহেতু এটি দুর্ঘটনা, তাই আগে কোনো নোটিশ দেয়া সম্ভব হয়নি।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ জানান, ১২ ইঞ্চির পাইপলাইন ফেটে গেছে। এটি মাটির বেশ গভীরে। মাটি কেটে তারপর এটি মেরামত করতে হবে।

তিনি আরও জানান, শনিবার থেকে মেরামতের কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা ছিল। রোববার সকালে হালকা চাপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি। কিন্তু আমরা মেরামত কাজ শেষ করতে পারিনি।