দাপুটে জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০২:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 49
মুশফিকুর রহিমের শততম টেস্ট স্মরণীয় করেই রাখল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ২১৭ রানের দাপুটে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল।
ঢাকা টেস্টের চতুর্থ দিনই জয় প্রায় নিশ্চিত ছিল। তবে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার শেষ দিনে লড়াই চালিয়ে অপেক্ষা কিছুটা দীর্ঘ করেন। রোববার (২৩ নভেম্বর) ৩৪ রানে দিন শুরু করা ক্যাম্ফারের সঙ্গী অ্যান্ডি ম্যাকব্রেইন ২১ রানে তাইজুল ইসলামের শিকার হয়ে ফিরলে দিনের প্রথম সাফল্য পায় বাংলাদেশ।
এরপর ক্যাম্ফারের সঙ্গে জুটি গড়তে আসেন জর্ডান নেইল। দুজন মিলে ৪৮ রান যোগ করলেও নেইল ৩০ রানে বিদায় নেন। ক্যাম্ফার তখনও লড়ে যাচ্ছিলেন, ফলে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ম্যাচ গড়ায়।
বিরতির পরও ডানহাতি ব্যাটারটি ধরে রাখেন প্রতিরোধ। তবে সঙ্গীদের ধারাবাহিক বিদায়ে জয়ের ব্যবধান বড় আকার নিয়েই সামনে আসে। গ্যাভিন হোয়ে ৩৭ রানে আউট হওয়ার পর শেষ ব্যাটার ম্যাথিউ হ্যাম্পায়ার বিদায় নিলে আয়ারল্যান্ডের ইনিংস ১১৩.৩ ওভারে ২৯১ রানে গুটিয়ে যায়। ২৫৯ বল মোকাবিলা করে ৭১ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ দুজনই ৪টি করে উইকেট নেন।
ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল মুশফিকুর রহিমের জন্য। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেললেন ১০০তম টেস্ট। ব্যাট হাতে প্রথম ইনিংসে সেঞ্চুরি (১০৬) এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩ রান করে নিজের মাইলফলক ম্যাচটি আরও উজ্জ্বল করেন। শেষ পর্যন্ত তার ঐতিহাসিক ম্যাচটিই বড় জয়ে রাঙাল বাংলাদেশ।

































