মেঘ-বৃষ্টি-রোদ তিন রূপে শীতে সেজেছে সাজেক
- সর্বশেষ আপডেট ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 92
শীত নামতেই আবার মুখর হয়ে উঠেছে রাঙামাটির সাজেক উপত্যকা। পাহাড়ের মাথায় মেঘের দোলনা, মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টি আর খানিক পরই রোদের ঝলক সব মিলিয়ে তিন রূপে সাজেকের শীত যেন পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। ডিসেম্বর থেকেই শুরু হয় এখানে ভোরের অপূর্ব ‘সী-অব-ক্লাউড’, যা দেখতে ভিড় জমাচ্ছে দেশ–বিদেশের হাজারো মানুষ।
রাতে কনকনে ঠান্ডা আর সকালে দুধসাদা কুয়াশা মিলে সাজেককে সাজায় অন্য রকম রূপে। রুইলুই আর কংলাক পাড়ার ভিউ পয়েন্টে দাঁড়ালে মেঘ হাত ছোঁয়া দূরত্বে এসে ধরা দেয়। সূর্য ওঠার ঠিক আগে আকাশের রঙ বদলে যায় মুহূর্তে মুহূর্তে-কখনো কমলা, কখনো গোলাপি।
সাজেকের স্থানীয়রা জানাচ্ছেন, শীত বাড়ার সঙ্গে পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। হোটেল–রিসোর্টগুলোতেও আগে থেকেই বুকিং পূর্ণ। পর্যটকদের নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সেনাবাহিনী ও প্রশাসন বিশেষ নজরদারি করছে।
শীতের সাজেকে দিন কাটে প্রকৃতির সান্নিধ্যে হাঁটা পথে পাহাড় দেখা, ঝিরিপথে হাঁটা, আর রাতে জোনাকের মতো জ্বলে ওঠা রিসোর্টগুলোর আলো। কেউ কেউ আবার স্থানীয় পাহাড়ি খাবার ঝুলে মুরগি, ব্যাম্বু চিকেন, লাল চাল এসবে খুঁজে পাচ্ছেন ভ্রমণের বাড়তি স্বাদ।
সাজেক যেন প্রকৃতির তিন ঋতুর মিলনমেলা—মেঘ, বৃষ্টি আর রোদ সব একসঙ্গে। তাই শীতের ভ্রমণ পরিকল্পনায় সাজেক এখন পর্যটকদের প্রথম পছন্দ।






































