স্থলবন্দর দিয়ে ফের মাছ রপ্তানি শুরু
- সর্বশেষ আপডেট ১১:২৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 47
মৎস্য বিভাগের সনদ জটিলতা দূর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ফের মাছ রপ্তানি শুরু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর থেকে ফের মাছ রপ্তানি শুরু করেন ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, মৎস্য বিভাগের সনদ অনলাইন হওয়ায় আজ থেকে ফের বন্দর দিয়ে মাছ রপ্তানি শুরু হয়েছে। দুপুরের পর থেকে বন্দর দিয়ে ১৩টি ট্রাকে করে রুই, কাতল, পাঙ্গাস, পাবদাসহ দেশীয় প্রজাতির ৬০ টন হিমায়িত মাছ ভারতে রপ্তানি করা হয়। যার বাজার মূল্যে দেড় লাখ মার্কিন ডলার।
আখাউড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল জানান, অনলাইন সার্টিফিকেটের সিদ্ধান্তের বিষয়টি তাদের জানা ছিল না। বৃহস্পতিবার অনলাইনে সার্টিফিকেট দেয়ার কোড পেয়ে যাই। এরপরই অনলাইন সার্টিফিকেট দেয়া হয় মাছ রপ্তানিকারদের।
এর আগে ম্যানুয়ালিভাবে মাছ রপ্তানি করা হলেও গত ১৩ নভেম্বর মৎস্য বিভাগকে অনলাইন সনদ করার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে মৎস্য অধিদপ্তর এটি না করায় বৃহস্পতিবার থেকে বিল অব এন্ট্রি করতে পারছেন না রপ্তানিকারকরা। এর ফলে বন্ধ ছিল মাছ রপ্তানি কার্যক্রম।


































