সাতক্ষীরা-৩ আসনে আন্দোলন স্থগিত, ৩১ দফার লিফলেট বিতরণ
- সর্বশেষ আপডেট ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 113
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরা-৩ আসনের আন্দোলন অবশেষে স্থগিত হয়েছে। মনোনয়ন ঘোষণার পর কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রার্থী বাতিল দাবিতে টানা আন্দোলন চালাচ্ছিলেন।
তাদের দাবি ছিল, আসনটিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক। তবে আসনটি দল থেকে মনোনয়ন পেয়েছে কাজী আলাউদ্দীন।
দলীয় সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর স্থানীয় নেতাকর্মীরা আন্দোলন স্থগিত করেছেন। মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম এলাকায় ফিরে এসে শনিবার (২২ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা সদরে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
ডা. শহিদুল আলম বলেন, “এলাকার নেতাকর্মীরা আমার জন্য আন্দোলন করেছেন। বিষয়টি তারেক রহমানের নজরে এসেছে। তিনি আমাকে ডেকেছিলেন এবং মনোনয়ন পুনঃবিবেচনার আশ্বাস দিয়েছেন।”
এ খবর এলাকায় খুশির সঞ্চার করেছে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।
































