অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জয়রথ
- সর্বশেষ আপডেট ০৪:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 153
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের শুরুটা দারুণ হয়েছে এশিয়ান কাপ বাছাইপর্বে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা পূর্ব তিমুরকে বড় ব্যবধানে ৫–০ গোলে হারিয়েছে। দলের পক্ষে ফরোয়ার্ড মোহাম্মদ মানিক দু’টি গোল করেছেন।
চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১১ মিনিটে মানিকের ক্রসে হেড করে রিফাত কাজী প্রথম গোলটি করেন। ২৮ মিনিটে নিজের পায়ের সাহায্যে মানিক দলকে ২–০ ব্যবধান এনে দেন, যা নাজমুল হুদা ফয়সালের নেওয়া ফ্রি–কিক থেকে পাওয়া বল থেকে আসে। বিরতির আগে, ৪৩তম মিনিটে মানিক নিজের দ্বিতীয় গোল করেন এবং প্রথমার্ধ শেষে বাংলাদেশ ৩–০ ব্যবধান নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ কয়েকটি সুযোগ তৈরি করে এবং গোল আসে আরও দুটি। ৪৯ মিনিটে বায়েজিত বোস্তামি চতুর্থ গোল করেন, আর ৮৮ মিনিটে আকাশ আহমেদের শটে ব্যবধান ৫–০ দাঁড়ায়। শেষ পর্যন্ত লাল–সবুজরা বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
আগামী সোমবার দলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ব্রুনাই। এই গ্রুপের ছয় দল থেকে শুধুমাত্র শীর্ষস্থান অর্জনকারী দলই মূলপর্বে খেলার সুযোগ পাবে।































