সেনানিবাসে খালেদা জিয়া–ইউনূসের সংক্ষিপ্ত আলাপ
- সর্বশেষ আপডেট ০৫:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 145
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকার সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাঁকে স্বাগত জানান।
ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি পরিহিত খালেদা জিয়া হুইলচেয়ারে করে অনুষ্ঠানস্থলে যান এবং আগতদের অভিবাদনের জবাব দেন। গুলশানের ফিরোজা থেকে তিনি বিকেল ৩টা ৫০ মিনিটে যাত্রা করেন বলে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। একই গাড়িতে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
চেয়ারপারসনের সঙ্গে গাড়িবহরে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক জাহিদ হোসেন। অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জে উপস্থিত হন।
এর আগে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিকেল ৪টার পর অনুষ্ঠানে পৌঁছান এবং এরপর সংবর্ধনা শুরু হয়। খালেদা জিয়া ও মুহাম্মদ ইউনূসের মধ্যে সেখানে সংক্ষিপ্ত সৌজন্য আলাপ হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
































