ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ দিয়ে আহত ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাবি
  • সর্বশেষ আপডেট ১২:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 81

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ দিয়ে আহত ৪ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের আতঙ্কে কয়েকজন শিক্ষার্থী হল ভবনের ওপর থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ বিভিন্ন স্থানে শক্তিশালী কম্পন অনুভূত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসেও।

মহসিন হলের চতুর্থ তলা থেকে লাফ দিলে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। একই সময় জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকেও আরও তিন শিক্ষার্থী লাফ দিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে স্পষ্ট কম্পন অনুভূত হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেন।

কয়েক সেকেন্ডের এই কম্পনে ভবনের ভেতরের ঝুলন্ত জিনিস দুলতে দেখা যায়। সারাদেশেই এ ঘটনায় উদ্বেগ তৈরি হলেও হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাবিতে ভূমিকম্প আতঙ্কে লাফ দিয়ে আহত ৪ শিক্ষার্থী

সর্বশেষ আপডেট ১২:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের আতঙ্কে কয়েকজন শিক্ষার্থী হল ভবনের ওপর থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ বিভিন্ন স্থানে শক্তিশালী কম্পন অনুভূত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসেও।

মহসিন হলের চতুর্থ তলা থেকে লাফ দিলে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। একই সময় জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হল থেকেও আরও তিন শিক্ষার্থী লাফ দিয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে স্পষ্ট কম্পন অনুভূত হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেন।

কয়েক সেকেন্ডের এই কম্পনে ভবনের ভেতরের ঝুলন্ত জিনিস দুলতে দেখা যায়। সারাদেশেই এ ঘটনায় উদ্বেগ তৈরি হলেও হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।