ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / 90

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির জন্য পরিচিত মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনি’ আবারও আইনের হাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামসুল ইসলাম জানান, জনি ও তার গ্রুপ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি, চাঁদাবাজি, মারধর এবং অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার দুপুরে বসিলা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযান ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এটি জনির প্রথম গ্রেপ্তার নয়। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা পুলিশও তাকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা ছিল।

ক্ষমতার পালা বদলের পর মোহাম্মদপুর এলাকায় ধারাবাহিক খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার পর আবারও জনির নাম সামনে আসে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন গ্রেপ্তার এড়িয়ে তিনি অনুসারীদের ব্যবহার করে এসব অপরাধ চালাচ্ছিলেন। এবার র‌্যাবের হাতে গ্রেপ্তারের মধ্য দিয়ে তার সেই অপরাধচক্রের ওপর নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ১১:১৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির জন্য পরিচিত মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনি’ আবারও আইনের হাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামসুল ইসলাম জানান, জনি ও তার গ্রুপ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি, চাঁদাবাজি, মারধর এবং অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার দুপুরে বসিলা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযান ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এটি জনির প্রথম গ্রেপ্তার নয়। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা পুলিশও তাকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা ছিল।

ক্ষমতার পালা বদলের পর মোহাম্মদপুর এলাকায় ধারাবাহিক খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনার পর আবারও জনির নাম সামনে আসে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন গ্রেপ্তার এড়িয়ে তিনি অনুসারীদের ব্যবহার করে এসব অপরাধ চালাচ্ছিলেন। এবার র‌্যাবের হাতে গ্রেপ্তারের মধ্য দিয়ে তার সেই অপরাধচক্রের ওপর নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।