মুসলিম কখনো গুজবের মাইক হয় না : আজহারি
- সর্বশেষ আপডেট ০৯:২৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 74
জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, গুজব বা যাচাইহীন তথ্য ছড়ানো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তিনি মনে করিয়ে দেন—‘তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হন। যাচাই না করে শেয়ার করা মানেই অপপ্রচার ও গুনাহের কাজে সহযোগিতা করা। মুসলিম কখনো গুজব ছড়ানোর মাধ্যম হতে পারে না।’
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোবার্তা শেয়ার করে তিনি এসব কথা লিখেছেন।
পোস্টের মন্তব্যে তিনি আরও লেখেন; সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য দেখা মাত্র শেয়ার করা ঠিক নয়। ঘটনার সত্যতা যাচাই করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। অসম্পূর্ণ বা ভুল তথ্য মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
তিনি উল্লেখ করেন, ইসলাম মানুষের মর্যাদা, সত্য ও ন্যায়ের ওপর জোর দেয়। তাই অসত্য বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা গুনাহের কাজ।
আজহারি আহ্বান জানান, কোনো সংবাদ বা পোস্ট প্রথমে যাচাই করে তারপর শেয়ার করতে। অনেক সময় দেখা যায়, প্রচারিত খবর মূল ঘটনার সাথে মিলই রাখে না—যাচাই করলেই বিষয়টি স্পষ্ট হয়।
































