এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল প্রাইভেট কার, পথচারীর মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 153
চট্টগ্রামের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচের সড়কে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদ শফিক (৫৫) নামে এক পথচারী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিমতলা বিশ্বরোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বন্দর থানার উপপরিদর্শক আবু সাঈদ রানা জানান, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে গাড়িটি এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গুরুতর আহত শফিককে মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিক বন্দরের কর্মী ছিলেন। গাড়িটিতে চারজন যাত্রী ছিলেন এবং তারা গুরুতর আহত হয়েছেন।
একজন পুলিশ কর্মকর্তা জানান, এক্সপ্রেসওয়ের লালখানবাজারমুখী লেনের নিমতলা মোড়ের কাছেই দুর্ঘটনাটি ঘটে। কী কারণে গাড়িটি নিচে পড়ল, তা তদন্ত করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।


































