চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৫০ ছাড়াল
- সর্বশেষ আপডেট ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 95
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৭৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। সর্বাধিক নতুন রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (১৫৪ জন)। অন্য বিভাগগুলিতে ভর্তি সংখ্যা হলো: ঢাকা দক্ষিণ ১২৭, বরিশাল ১২৫, ঢাকা উত্তর ১১৬, চট্টগ্রাম ৮৯, ময়মনসিংহ ৫৩, রাজশাহী ৪৮, খুলনা ৩২ এবং সিলেট ১ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ সব বিভাগ মিলিয়ে ডেঙ্গুতে সর্বমোট ৩৫৩ জন মারা গেছেন। বিভাগের হিসেবে মৃত্যু সংখ্যা: ঢাকা দক্ষিণ ১৬৪, ঢাকা উত্তর ৬১, বরিশাল ৪৪, চট্টগ্রাম ২৮, রাজশাহী ২০, ময়মনসিংহ ১৭, খুলনা ১১, ঢাকা ৭ এবং সিলেট ১।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮৮,৪৫৭ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক (১৯,৯২৬ জন) এবং সিলেটে সর্বনিম্ন (৩২৮ জন) শনাক্ত হয়েছে।
































