ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সপ্তাহে গণভোট আইন করা হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 65

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী সপ্তাহের (তিন থেকে চার কার্যদিবসের) মধ্যে গণভোট আইন পাস করা হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এ অনুমোদন দেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “গণভোট আইন খুব দ্রুত সম্পন্ন হবে। এই সপ্তাহের মধ্যে এটি বাস্তবায়িত হবে।” তিনি আরও জানান, বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব দায়িত্বের তত্ত্বাবধান করবে, ফলে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না।

আইন উপদেষ্টা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করার প্রক্রিয়া চলছে এবং ভারতের কাছে ফেরতের জন্য চিঠি পাঠানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগামী সপ্তাহে গণভোট আইন করা হবে

সর্বশেষ আপডেট ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী সপ্তাহের (তিন থেকে চার কার্যদিবসের) মধ্যে গণভোট আইন পাস করা হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এ অনুমোদন দেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “গণভোট আইন খুব দ্রুত সম্পন্ন হবে। এই সপ্তাহের মধ্যে এটি বাস্তবায়িত হবে।” তিনি আরও জানান, বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব দায়িত্বের তত্ত্বাবধান করবে, ফলে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না।

আইন উপদেষ্টা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করার প্রক্রিয়া চলছে এবং ভারতের কাছে ফেরতের জন্য চিঠি পাঠানো হচ্ছে।