ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতার কাছ থেকে পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
  • সর্বশেষ আপডেট ০৪:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 99

এনসিপি নেতার কাছ থেকে পিস্তল উদ্ধার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক মোড় থেকে জনতার হাতে আটক রংপুর মহানগর এনসিপির সমন্বয় কমিটির সদস্য রাগীব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষারের কাছ থেকে পাওয়া পিস্তলটি ব্যালিস্টিক পরীক্ষার জন্য পুলিশের হাতে পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালেই তাজহাট মেট্রোপলিটন পুলিশ অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর অনুমতি চেয়ে তাজহাট আমলি আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, প্রেমঘটিত পূর্বশত্রুতির কারণে গত সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড়ে দুই স্কুলছাত্রের মধ্যে বাক্যালাপের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাগীব ও তুষারসহ কয়েকজন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান।

বাক্যালাপের এক পর্যায়ে তুষার কোমর থেকে পিস্তল বের করে আরাফ গণি অর্থ নামে এক স্কুলছাত্রের দিকে তাক করে। তখন আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে। পরে স্থানীয়রা তাদেরকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাজহাট থানার ওসি শাহজাহান আলী জানান, “উদ্ধার হওয়া অস্ত্রটি আসল না নকল তা নির্ধারণের জন্য আমরা আদালতের অনুমতি পেয়েছি। রাতেই অস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “আরাফ গণি অর্থকে মারধর, গালাগালি ও হত্যাচেষ্টার ঘটনায় তার বাবা আসাদুজ্জামানের করা মামলায় গত মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতে হাজির করলে আদালত অভিযুক্ত দুই এনসিপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

পুলিশ বলেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ফায়ারিং অস্ত্রের মতো হলেও গুলি রাখার জায়গা নেই। তাই শতভাগ নিশ্চিত হওয়ার জন্য ব্যালিস্টিক রিপোর্ট অপরিহার্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপি নেতার কাছ থেকে পিস্তল উদ্ধার

সর্বশেষ আপডেট ০৪:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক মোড় থেকে জনতার হাতে আটক রংপুর মহানগর এনসিপির সমন্বয় কমিটির সদস্য রাগীব হাসনাইন ও রাকিবুল ইসলাম তুষারের কাছ থেকে পাওয়া পিস্তলটি ব্যালিস্টিক পরীক্ষার জন্য পুলিশের হাতে পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালেই তাজহাট মেট্রোপলিটন পুলিশ অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর অনুমতি চেয়ে তাজহাট আমলি আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, প্রেমঘটিত পূর্বশত্রুতির কারণে গত সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড়ে দুই স্কুলছাত্রের মধ্যে বাক্যালাপের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাগীব ও তুষারসহ কয়েকজন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে যান।

বাক্যালাপের এক পর্যায়ে তুষার কোমর থেকে পিস্তল বের করে আরাফ গণি অর্থ নামে এক স্কুলছাত্রের দিকে তাক করে। তখন আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে। পরে স্থানীয়রা তাদেরকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাজহাট থানার ওসি শাহজাহান আলী জানান, “উদ্ধার হওয়া অস্ত্রটি আসল না নকল তা নির্ধারণের জন্য আমরা আদালতের অনুমতি পেয়েছি। রাতেই অস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “আরাফ গণি অর্থকে মারধর, গালাগালি ও হত্যাচেষ্টার ঘটনায় তার বাবা আসাদুজ্জামানের করা মামলায় গত মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালতে হাজির করলে আদালত অভিযুক্ত দুই এনসিপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

পুলিশ বলেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ফায়ারিং অস্ত্রের মতো হলেও গুলি রাখার জায়গা নেই। তাই শতভাগ নিশ্চিত হওয়ার জন্য ব্যালিস্টিক রিপোর্ট অপরিহার্য।