সারা দেশে মোবাইল বিক্রির দোকান খুলল
- সর্বশেষ আপডেট ০৪:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 66
রাজধানী ঢাকাসহ দেশের সব মোবাইল মার্কেট বৃহস্পতিবার সকাল থেকে খোলা রয়েছে। সম্প্রতি গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে থাকা মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে মুক্তি দেওয়ার পর ব্যবসায়ীরা দোকান খোলার সিদ্ধান্ত নেন।
এর আগে মঙ্গলবার রাতে আবু সাঈদ পিয়াসকে আটক করার প্রতিবাদে দেশের মোবাইল বিক্রেতারা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় তার মুক্তির পর বৃহস্পতিবার থেকে সব দোকান স্বাভাবিকভাবে খোলা হয়েছে।
এ বিষয়ে আবু সাঈদ পিয়াস বলেন, “আমাকে আটক করার মূল উদ্দেশ্য ছিল ঢাকায় আয়োজিত ‘এনইআইআর বাস্তবায়ন: মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন বন্ধ করা। কিন্তু ব্যবসায়ীদের প্রতিক্রিয়ার কারণে সংবাদ সম্মেলন বন্ধ করা সম্ভব হয়নি। আমার মুক্তির পর ব্যবসায়ীরা সব দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন।”
দোকান খোলার ফলে সোমবার ও মঙ্গলবারের মার্কেট বন্ধ থাকার কারণে ভোগান্তির শিকার ক্রেতা ও বিক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।
































