ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
দিল্লিতে উপদেষ্টা খলিলুর রহমান

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 73

দিল্লিতে উপদেষ্টা খলিলুর রহমান

ভারত সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ঢাকা কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না। পাশাপাশি সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের প্রতি বাংলাদেশ দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতা, রাজনৈতিক স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করার নীতিকে মূল্য দেয়। একই সঙ্গে ভারত মহাসাগর অঞ্চলকে উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাখার পক্ষে অবস্থান নেয় ঢাকা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে উল্লেখিত নীতিগুলোর প্রতি সম্মান প্রদর্শনই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবিক সহায়তা এবং মৌলিক অধিকার রক্ষায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রয়োজন।

তার ভাষণে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জের প্রসঙ্গও তুলে ধরেন। ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের আক্রমণ বাংলাদেশে নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তিখাতকে নিরাপদ রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

এটি কেবল নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য নয়—বরং নিশ্চিত করার জন্যও যে, বাংলাদেশের ভেতর থেকে কোনো কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি না হয়ে ওঠে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লিতে উপদেষ্টা খলিলুর রহমান

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধী বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৩:০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ভারত সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ঢাকা কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না। পাশাপাশি সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের প্রতি বাংলাদেশ দীর্ঘদিন ধরে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতা, রাজনৈতিক স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করার নীতিকে মূল্য দেয়। একই সঙ্গে ভারত মহাসাগর অঞ্চলকে উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাখার পক্ষে অবস্থান নেয় ঢাকা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে উল্লেখিত নীতিগুলোর প্রতি সম্মান প্রদর্শনই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবিক সহায়তা এবং মৌলিক অধিকার রক্ষায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রয়োজন।

তার ভাষণে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জের প্রসঙ্গও তুলে ধরেন। ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের আক্রমণ বাংলাদেশে নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তিখাতকে নিরাপদ রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

এটি কেবল নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য নয়—বরং নিশ্চিত করার জন্যও যে, বাংলাদেশের ভেতর থেকে কোনো কর্মকাণ্ড যেন আঞ্চলিক বা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি না হয়ে ওঠে।