ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য ভারতের বিজনেস ভিসা পুনরায় চালু

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 106

বাংলাদেশিদের জন্য ভারতের বিজনেস ভিসা পুনরায় চালু

বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভারতের ব্যবসায়িক ভিসা (বিজনেস ভিসা) পুনরায় ইস্যু করা শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, জরুরি প্রয়োজনের ভিসা আবেদনগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’-এ তিনি এ তথ্য দেন।

হাইকমিশনার বলেন, আইন–শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে সীমিত জনবল দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রক্রিয়াকরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবসায়িক ভিসা পুনরায় ইস্যু শুরু হয়েছে এবং যেসব আবেদন জরুরি গুরুত্ব পায়, সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার চেষ্টা চলছে। প্রয়োজনে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য শাখার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে এ ‘ফার্মা কানেক্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশিদের জন্য ভারতের বিজনেস ভিসা পুনরায় চালু

সর্বশেষ আপডেট ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভারতের ব্যবসায়িক ভিসা (বিজনেস ভিসা) পুনরায় ইস্যু করা শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, জরুরি প্রয়োজনের ভিসা আবেদনগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ‘ফার্মা কানেক্ট’-এ তিনি এ তথ্য দেন।

হাইকমিশনার বলেন, আইন–শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে সীমিত জনবল দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা প্রক্রিয়াকরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যবসায়িক ভিসা পুনরায় ইস্যু শুরু হয়েছে এবং যেসব আবেদন জরুরি গুরুত্ব পায়, সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করার চেষ্টা চলছে। প্রয়োজনে আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য শাখার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাসিউটিক্যাল মেলা সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষে এ ‘ফার্মা কানেক্ট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।