মুজাহিদুল ইসলাম সেলিম
ইউনূস সাহেব ধরা পড়ে গেছেন
- সর্বশেষ আপডেট ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 84
বাংলাদেশে নানা গুরুত্বপূর্ণ ঘটনা আড়ালে ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম। সম্প্রতি এক সমাবেশে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা গোপনে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের চেষ্টা করছেন।
সেলিম বলেন, তার মতে ড. ইউনূসের মূল লক্ষ্য চট্টগ্রাম বন্দরকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কোম্পানির কাছে লিজ দেওয়া। তিনি দাবি করেন, এটি নীরবে এগিয়ে নেওয়া হচ্ছে এবং দেশের জনগণের অজান্তে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।
রোহিঙ্গাদের সহায়তা পাঠানোর উদ্যোগকে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেলিমের অভিযোগ, মানবিক করিডরের কথা বলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিশ্চিত করারও চেষ্টা চলছে, যা ভবিষ্যতে ভিন্ন ধরনের প্রভাব বিস্তার করতে পারে।
তিনি বলেন, দেশের মানুষকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে পারে এমন কোনো উদ্যোগ বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন সেলিম।
জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্য দূর করার যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, দেশ আবারও যদি বিদেশি শক্তির প্রভাবের দিকে ধাবিত হয়, তাহলে জনগণ নতুন করে প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
































