ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নজরুল ইনস্টিটিউটে প্রথমবারের মতো সদস্যপদ চালু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 173

নজরুল ইনস্টিটিউটে প্রথমবারের মতো সদস্যপদ চালু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট তার প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সদস্যপদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলী ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে বিষয়টি জানান। তিনি বলেন, দেশবাসীর সঙ্গে ইনস্টিটিউটের আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা গড়ে তুলতেই নতুন সদস্যপদ কার্যক্রম চালু করা হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মে আগ্রহী এবং ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত, তারা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

সদস্যদের জন্য থাকছে বিভিন্ন সুবিধা। ইনস্টিটিউট প্রকাশিত বই ও জার্নাল ক্রয়ে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়া ইনস্টিটিউট পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে সদস্য ও তাদের পরিবারের সদস্যরা (স্বামী/স্ত্রী/সন্তান) রেয়াতি হারে ভর্তি হতে পারবেন। সাংস্কৃতিক, সাহিত্য, গবেষণামূলক ও প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ থাকবে।

সদস্যদের জন্য নির্ধারিত বিশেষ অনুষ্ঠানেও অগ্রাধিকার ভিত্তিতে আমন্ত্রণ জানানো হবে। ৩০০ আসনের অডিটোরিয়াম ও সেমিনার কক্ষ রেয়াতি হারে ব্যবহার করার সুবিধা থাকছে। এর পাশাপাশি বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগও থাকবে।

ফি কাঠামোও সহজ রাখা হয়েছে। বার্ষিক সাধারণ সদস্যপদ ফি এক হাজার টাকা, একই ফি দিয়ে নবায়ন করা যাবে। আজীবন সদস্যপদ নিতে হলে ফি পাঁচ হাজার টাকা, আর প্রাতিষ্ঠানিক আজীবন সদস্যপদের জন্য ফি দশ হাজার টাকা। আইডি কার্ডের জন্য আলাদা ২০০ টাকা ফি রয়েছে।

সদস্যপদ ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইনস্টিটিউটের ওয়েবসাইটে—nazrulinstitute.gov.bd। সরাসরি যোগাযোগ করা যাবে ০১৫৬৮ ৮৪৪ ৯৬৬ নম্বরে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নজরুল ইনস্টিটিউটে প্রথমবারের মতো সদস্যপদ চালু

সর্বশেষ আপডেট ০৪:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট তার প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সদস্যপদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. লতিফুল ইসলাম শিবলী ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে বিষয়টি জানান। তিনি বলেন, দেশবাসীর সঙ্গে ইনস্টিটিউটের আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা গড়ে তুলতেই নতুন সদস্যপদ কার্যক্রম চালু করা হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মে আগ্রহী এবং ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত, তারা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

সদস্যদের জন্য থাকছে বিভিন্ন সুবিধা। ইনস্টিটিউট প্রকাশিত বই ও জার্নাল ক্রয়ে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়া ইনস্টিটিউট পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে সদস্য ও তাদের পরিবারের সদস্যরা (স্বামী/স্ত্রী/সন্তান) রেয়াতি হারে ভর্তি হতে পারবেন। সাংস্কৃতিক, সাহিত্য, গবেষণামূলক ও প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ থাকবে।

সদস্যদের জন্য নির্ধারিত বিশেষ অনুষ্ঠানেও অগ্রাধিকার ভিত্তিতে আমন্ত্রণ জানানো হবে। ৩০০ আসনের অডিটোরিয়াম ও সেমিনার কক্ষ রেয়াতি হারে ব্যবহার করার সুবিধা থাকছে। এর পাশাপাশি বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগও থাকবে।

ফি কাঠামোও সহজ রাখা হয়েছে। বার্ষিক সাধারণ সদস্যপদ ফি এক হাজার টাকা, একই ফি দিয়ে নবায়ন করা যাবে। আজীবন সদস্যপদ নিতে হলে ফি পাঁচ হাজার টাকা, আর প্রাতিষ্ঠানিক আজীবন সদস্যপদের জন্য ফি দশ হাজার টাকা। আইডি কার্ডের জন্য আলাদা ২০০ টাকা ফি রয়েছে।

সদস্যপদ ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইনস্টিটিউটের ওয়েবসাইটে—nazrulinstitute.gov.bd। সরাসরি যোগাযোগ করা যাবে ০১৫৬৮ ৮৪৪ ৯৬৬ নম্বরে।