ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইলেন মুনতাসির

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 88

মুনতাসির মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি দুদক এবং ড. ইউনুসকে উদ্দেশ করে বলেন, দ্রুত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা উচিত।

এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে মুনতাসির অভিযোগ করেছিলেন—বাংলাদেশের ‘জুলাইকে বিক্রি করে দিয়েছে’ ছাত্র উপদেষ্টারা।

মুনতাসিরের আরও অভিযোগ, ৫ আগস্টের পর কোনো সমন্বয়ক বা নেতাকর্মী অভিযোগ নিয়ে উপদেষ্টাদের কাছে গেলে তাদের বলা হতো ছাত্র উপদেষ্টার অনুমতি ছাড়া কারো সাথে দেখা করা যাবে না। তার ভাষায়, ছাত্র উপদেষ্টাদের হাতে ছিল ‘অ্যাবসুলেট পাওয়ার’। তিনি দাবি করেন, ডিসি–ওসি নিয়োগ থেকে শুরু করে পেট্রোবাংলা ও এসেনশিয়াল ড্রাগসের এমডি পদে বসানো পর্যন্ত তারা প্রভাব খাটাতেন; এমনকি শত শত কোটি টাকার লেনদেনেও তাদের সম্পৃক্ততা ছিল।

এনসিপি থেকে অব্যাহতির পরদিনই মুনতাসির প্রথমে উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপর তিনি আরেক উপদেষ্টা আখতার হোসেনকেও অভিযুক্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্র উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইলেন মুনতাসির

সর্বশেষ আপডেট ০২:৫৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন। এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি দুদক এবং ড. ইউনুসকে উদ্দেশ করে বলেন, দ্রুত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা উচিত।

এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে মুনতাসির অভিযোগ করেছিলেন—বাংলাদেশের ‘জুলাইকে বিক্রি করে দিয়েছে’ ছাত্র উপদেষ্টারা।

মুনতাসিরের আরও অভিযোগ, ৫ আগস্টের পর কোনো সমন্বয়ক বা নেতাকর্মী অভিযোগ নিয়ে উপদেষ্টাদের কাছে গেলে তাদের বলা হতো ছাত্র উপদেষ্টার অনুমতি ছাড়া কারো সাথে দেখা করা যাবে না। তার ভাষায়, ছাত্র উপদেষ্টাদের হাতে ছিল ‘অ্যাবসুলেট পাওয়ার’। তিনি দাবি করেন, ডিসি–ওসি নিয়োগ থেকে শুরু করে পেট্রোবাংলা ও এসেনশিয়াল ড্রাগসের এমডি পদে বসানো পর্যন্ত তারা প্রভাব খাটাতেন; এমনকি শত শত কোটি টাকার লেনদেনেও তাদের সম্পৃক্ততা ছিল।

এনসিপি থেকে অব্যাহতির পরদিনই মুনতাসির প্রথমে উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এরপর তিনি আরেক উপদেষ্টা আখতার হোসেনকেও অভিযুক্ত করেন।