ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 69

জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে গিয়ে জাল বা ভুয়া কাগজপত্র জমা দিলে সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে—এমন সতর্কতা জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তাদের পক্ষ থেকে এই বার্তা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, আবেদনকারীরা অবশ্যই বৈধ ও সঠিক নথিপত্র জমা দেবেন। ভুয়া কাগজপত্র জমা দিলে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, তাই এ বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া উচিত নয়।

হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কখনোই নিশ্চয়তা পাওয়া যায় না। ফোন, ই-মেইল বা মেসেজ করে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘নিশ্চিত ভিসা’ পাইয়ে দেওয়ার দাবি করে—এসবই প্রতারণার অংশ। যুক্তরাজ্যের ভিসা প্রদানের সিদ্ধান্ত শুধুমাত্র সরকারি প্রক্রিয়া অনুযায়ী নেওয়া হয়; এতে কারও ব্যক্তিগত প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

ভিসা–সংক্রান্ত সঠিক নির্দেশনা, নথি যাচাই এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আবেদনকারীদের ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

সর্বশেষ আপডেট ০৮:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করতে গিয়ে জাল বা ভুয়া কাগজপত্র জমা দিলে সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে—এমন সতর্কতা জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তাদের পক্ষ থেকে এই বার্তা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, আবেদনকারীরা অবশ্যই বৈধ ও সঠিক নথিপত্র জমা দেবেন। ভুয়া কাগজপত্র জমা দিলে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ হতে পারে, তাই এ বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া উচিত নয়।

হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কখনোই নিশ্চয়তা পাওয়া যায় না। ফোন, ই-মেইল বা মেসেজ করে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘নিশ্চিত ভিসা’ পাইয়ে দেওয়ার দাবি করে—এসবই প্রতারণার অংশ। যুক্তরাজ্যের ভিসা প্রদানের সিদ্ধান্ত শুধুমাত্র সরকারি প্রক্রিয়া অনুযায়ী নেওয়া হয়; এতে কারও ব্যক্তিগত প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

ভিসা–সংক্রান্ত সঠিক নির্দেশনা, নথি যাচাই এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আবেদনকারীদের ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।