রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে
- সর্বশেষ আপডেট ০৪:৩৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 69
গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আলাল উদ্দিন নামে এক সেনেটারি মিস্ত্রি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আলাল উদ্দিন শেরপুরের শ্রীবরদি উপজেলার বায়াডাঙ্গা বাজার চেঙ্গুরতা গ্রামের বাসিন্দা। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি গাজীপুরের দক্ষিণ খাইলকুর এলাকায় ভাড়া থাকতেন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, প্রতিদিনের মতোই সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে কাজে বের হন আলাল। গাছা এলাকার বিভিন্ন স্থানে শ্রমিক পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে তারগাছ এলাকায় পাশ থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলালকে স্থানীয়রা শান্ত-স্বভাবের, পরিশ্রমী এবং ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে জানতেন। বাড়িওয়ালা হান্নান মিয়া জানান, আলাল তাঁর বাড়িতে কিছু কাজ করার কথা বলেছিলেন, কিন্তু সেই কাজ আর করা হলো না।
নিহতের স্ত্রী শাহিদা জানান, আগের রাতে আলাল বিদেশ যাওয়ার ইচ্ছার কথা জানান এবং তাঁর অনুমতি চান। তিনি কিছুটা সময় চেয়েছিলেন সিদ্ধান্ত জানানোর জন্য। কিন্তু সকালে স্বাভাবিক জীবনই বদলে যায় দুর্ঘটনার খবরে।
গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিবার কোনো অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

































