শিরোনাম
আইটি ব্যবসার আড়ালে অনলাইনে সিসা বিক্রি
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 48
রাজধানীতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের আড়ালে অনলাইনে অর্ডার নিয়ে নিষিদ্ধ মাদক সিসার ব্যবসা চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার সেগুনবাগিচায় ডিএনসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় সংস্থাটি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল আলিম ওয়াসিফ ও আশিকুর রহমান সামি। রোববার বাড্ডা ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার হয় মোট ১৮ কেজি সিসা, যা সাম্প্রতিক সময়ে এক অভিযানে জব্দ সর্বোচ্চ পরিমাণ বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মাদক চোরাচালানের বিষয়ে দীর্ঘদিন ধরেই নজরদারি চলছে। এ ধারাবাহিকতায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সক্রিয় একটি চক্র সারা দেশে সিসা সরবরাহ করছে—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রোববার রাতে ক্রেতা সেজে প্রথমে যোগাযোগ করা হয় ডেলিভারিম্যান আশিকুর রহমান সামির সঙ্গে। হাতিরঝিল এলাকার একটি নির্দিষ্ট স্থানে পণ্য দিতে এলে তাকে আটক করা হয়। তার ব্যাগ থেকে ২ কেজি সিসা উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে সামি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে পাওয়া অর্ডার অনুযায়ী তিনি সিসা পৌঁছে দিতেন। চক্রটির মূল পরিচালক ওয়াসিফ—এ তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজার ‘ইনোভেট’ নামের দোকানটি চিহ্নিত করা হয়। সেখানে অভিযান চালিয়ে ওয়াসিফকে গ্রেপ্তার করা হয়। দোকানের স্টোর রুম তল্লাশিতে পাওয়া যায় আরও ১৬ কেজি সিসা, কয়েকটি হুক্কা সেট, পাইপ, চারকোল, মোবাইল ফোন ও ওয়াইফাই সিসিটিভি ক্যামেরা।
ওয়াসিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, অনলাইনে অর্ডার নিয়ে সিসা সরবরাহ করতেন এবং সামি তার হয়ে ডেলিভারি দিতেন।
ডিএনসি জানায়, দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে আরও অভিযান চলবে।
Tag :
































