ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 98

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শহিদুল ইসলাম নামের এক সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন রিটটি দায়ের করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেন। ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। একীভূত হওয়ার পর নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হবে।

নতুন ব্যাংকের জন্য প্রস্তাবিত নাম দুইটি—‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। এটি বাণিজ্যিকভাবে এবং পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো কর্মকর্তা চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন না।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পাঁচটি ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে নতুন ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে। পরিশোধিত মূলধনের ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে—নগদে ১০ হাজার কোটি এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে।

সুকুক হলো শরিয়াহভিত্তিক ইসলামি বন্ড, যা সুদযুক্ত বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দিয়ে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে। পরবর্তীতে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী তা ফেরত দেওয়া হবে।

নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন হবে এবং পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে। এতে গ্রাহকদের আতঙ্ক কমে আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক, এবং ক্ষুদ্র গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সর্বশেষ আপডেট ০৩:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

সংকটে থাকা পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) শহিদুল ইসলাম নামের এক সাধারণ বিনিয়োগকারীর পক্ষে ব্যারিস্টার মাহসিব হোসাইন রিটটি দায়ের করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই পাঁচ ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেন। ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। একীভূত হওয়ার পর নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হবে।

নতুন ব্যাংকের জন্য প্রস্তাবিত নাম দুইটি—‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। এটি বাণিজ্যিকভাবে এবং পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো কর্মকর্তা চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন না।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পাঁচটি ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে নতুন ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে। পরিশোধিত মূলধনের ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে—নগদে ১০ হাজার কোটি এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে।

সুকুক হলো শরিয়াহভিত্তিক ইসলামি বন্ড, যা সুদযুক্ত বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দিয়ে ১৫ হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে। পরবর্তীতে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী তা ফেরত দেওয়া হবে।

নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রমালিকানাধীন হবে এবং পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে বেসরকারি খাতে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে। এতে গ্রাহকদের আতঙ্ক কমে আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক, এবং ক্ষুদ্র গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।